Archive for 05/28/21

 সকল বাংলা ব্লগকে এক করার ক্ষুদ্র প্রচেষ্টা........

MD SOMRAT SOHEL


My Name is  Somrat Sohel Iam a Youtuber And Vlogger Righter Thank You All Love You Evryboddy 

MY FIRST VLOGGER WEBSITE -https://lyricsrighter.blogspot.com THANKYOU  FOR VIEW MY VLLOGGER 

সকল বাংলা ব্লগকে এক করার ক্ষুদ্র প্রচেষ্টা........

 

(অভিনয়) Ovinoy [Album:Neelar Gaan] by Neela

অভিনয়
কথাঃ রবিউল ইসলাম জীবন
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


কখনো একা আমি
কখনো উদাসী
কখনো এই রোদে আমি
কখনো মেঘে ভাসি।
একি আমি কত রকম
করছি অভিনয়
এক চোখে আমার স্বপ্ন ভিজে
অন্য চোখে ভয়।

জোছনাকে খুজে বেড়াই
আধারের মাঝে
রাতের আগেই দিনের গল্প
ভেসে যায় সাজে।
চেনা পথে পা বাড়িয়ে
হাটি কোন অচেনায়।
একটু পড়ে থমকে দাড়াই,
ঘোর সে কুয়াশায়।

(অভিনয়) Ovinoy [Album:Neelar Gaan] by Neela -bangla lyrics

 

Megh boleche jabo jabo [Robindro Shonghit] (Album:Neelar Gaan) by Neela

Title : Megh boleche jabo jabo [Robindro Shonghit]



মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে– আমি তো আর নাই।।
দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই।।
ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা।
প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই।

Megh boleche jabo jabo [Robindro Shonghit] (Album:Neelar Gaan) by Neela -bangla lyrics

 

 (একবার যেতে দেনা) Ekbar jete de na [Album:Neelar gaan] by Neela

একবার যেতে দেনা
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
সংগীতঃ পলাশ
মুল শিল্পীঃ শাহনাজ রহমুতল্লাহ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

(একবার যেতে দেনা) Ekbar jete de na [Album:Neelar gaan] by Neela

 

(যখন তোমায় দেখলাম) Jokhon tomay Dekhlam  [Album:Neelar Gaan] by Neela

যখন তোমায় দেখলাম
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


মন কেন হাসছে
নতুন এক আবেশে
আগে তো কখনই হয়নি এমন
আমি বুঝতে জানিনা
শুধু সবই অজানা
কাল থেকে আসা
কড়িটা ফুটলো কখন??
মেঘেরা যে উড়ছে,
গানটাও ভাল লাগছে
কেন স্বপ্ন বুনছি নতুন করে।।
মন ভাবছে যা ভাবার সে শোনেনা মানা
আমি হারিয়ে যাব নেই যে কোন সীমানা
মেতে উঠি সুরে সুরে কল্প কথায়।।
ভাল লাগছে লাগুক সব নতুন অনুভুবের খোঁজে
আমার পৃথিবীটা গড়ে উঠছে অপরীমেয় সাজে

(যখন তোমায় দেখলাম) Jokhon tomay Dekhlam [Album:Neelar Gaan] by Neela

 

(পরদেশী মেঘ) Pordeshi megh  [Najrul shongit] (Album:Neelar Gaan) by Neela

পরদেশী মেঘ [নজরুল সঙ্গীত]
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।।

(পরদেশী মেঘ) Pordeshi megh [Najrul shongit] (Album:Neelar Gaan) by Neela -bangla lyrics

 

(শুধু তুই) Shudhu tui [Album:Neelar Gaan] by Neela

শুধু তুই
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


ছোট ছোট গল্প
আর না দেখা ছবি
অবাক আলোর সাজে
তুই কি আমার হবি??
হাতের জলরং
ভুল কবিতা লিখে লিখে
আছি আমি এই আমাতে তোকে নিয়ে বেশ
এত ভালবাসি
কেন কাছে আসি
কেন তুই আমায় বেঁধে রাখিস কিসের মায়ায়
তুই নিশ্বাসে শুধু ভালবাসা দে
আর কিছু দিসনা
লাগবেনা তোর বাধ ভাঙ্গা সময়
এতটুকু আশা আমার কেড়ে নিসনা।

(শুধু তুই) Shudhu tui [Album:Neelar Gaan] by Neela- bangla lyrics

 

(আমার সোনার ময়না পাখি)Amar shonar moyna pakhi  [Album:Neelar gaan] by Neela

আমার সোনার ময়না পাখি
কথা ও সুরঃ মোহাম্মদ ওসমান খান
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।

(আমার সোনার ময়না পাখি)Amar shonar moyna pakhi [Album:Neelar gaan] by Neela bangla lyrics

 

 (স্মৃতিচিহ্ন)Smritichinho [Album:Neelar Gaan] by Neela

স্মৃতিচিহ্ন
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান


জানাল দিয়ে তাকিয়ে দেখি
আকাশটাই কোনো তারা নেই
দূরে তুমি ঝাপ্সা আলোয়
হয়তো নেই তুমিও ভাল
আমি ভেঙ্গে পড়েছি
কাদছি দেখো একা
ফিরে এসো
বলোনা ভালবাসো
আমায় ক্ষমা করে দিয়ে
শেষবার পাশে থাকো।।
হঠ্যাৎ কেমন যেন হয়ে যাচ্ছে সব
পৃথিবীটা কেন বড় অজানা
কাদছি একাই শুধু তোমারই আশায়
তুমি কি ফিরে আসবেনা ???

photos 



(স্মৃতিচিহ্ন)Smritichinho [Album:Neelar Gaan] by Neela bangla lyrics

 

Brishti (বৃষ্টি) [Album:Neelar Gaan] by Neela

বৃষ্টি
কথাঃ স্বাগত
সুর ও সংগীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান


আজ বইছে খুশির হাওয়া
মন গাইছে কেন গান,
চোখে লাগছে বৃষ্টির ছোয়া,
আর মেতে উঠে প্রান
আজ হাসছে কেন সময়
সব ভাবছি নতুন করে
পাখিরা লুকিয়ে কোথায়
শুধু বৃষ্টি আকাশ জুড়ে
বৃষ্টি ডাকছে,ডাকছে আমায়
দুষ্টু জল কনা
আমায় ছুয়ে যায়
ঘন মেঘে ছেয়ে গেছে চারদিক আবার
অভিলাষী মাতাল হাওয়া হয়েছে আমার
ঝিরিঝিরি বারি ঝরে মনের আঙিনায়
ভিজবে আমার মন এই ঘন বরষায়

(বৃষ্টি) Brishti [Album:Neelar Gaan] by Neela bangla lyrics

(বৃষ্টি) 


(বৃষ্টি) Brishti [Album:Neelar Gaan] by Neela bangla lyrics

 

একা - শিরোনামহীন

একা - শিরোনামহীন

কথা: তুষার
সুর : তুষার




রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো

সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।

আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে

যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে



অডিও ডাউনলোড করুন : একা - শিরোনামহীন 

একা - শিরোনামহীন song lyrics

 

[Shironamhin - Shurjo]সূর্য 

শিরোনাম: সূর্য [Shironamhin by Shurjo]
ব্যান্ড: শিরোনামহীন
অ্যালবাম: Bondho Janala

ডাউনলোড:  Shironamhin - Shurjo Download



অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো
সাগর তীরের জীবন দেয়াল,
সূর্যটাকে রাখিস খেয়াল

গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি
স্বপ্ন দহণ পূণ্য না সয়
সত্যবচন ধর্মে না রয়

কথার মাঝে নোনা দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে
তোমার আমার কাঁচের দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

[Shironamhin - Shurjo]সূর্য

 

Hridoye Amar Bangladesh (হৃদয়ে আমার বাংলাদেশ) by Habib Wahid, Arfin Rumey & Pradeep

শিরোরাম: Hridoye Amar Bangladesh (হৃদয়ে আমার বাংলাদেশ)
শিল্পী: হাবিব, আরফিন রুমি ও প্রাদীপ কুমার


                                        (হৃদয়ে আমার বাংলাদেশ)

হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!

(হৃদয়ে আমার বাংলাদেশ) Hridoye Amar Bangladesh -by Habib Wahid, Arfin Rumey & Pradeep

 

(খুঁজে খুঁজে) Khuje Khuje  By Porshi & Arfin Rumey - Porshi II Lyrics

শিরোনাম: Khuje Khuje (খুঁজে খুঁজে)
অ্যালবাম: Porshi II
শিল্পী: Porshi & Arfin Rumey
কথা: Anurup Aich


                                                 (খুঁজে খুঁজে)


তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি
পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

 

(খুঁজে খুঁজে) Khuje Khuje By Porshi & Arfin Rumey - Porshi II bangla Lyrics

 

Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) by Arfin Rumey (New Lyrics 2015)

Title : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Artist : Arfin Rumey (আরিফিন রুমি)
Album : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)

Download Kichu Kotha Akashe Pathao

                                             (কিছু কথা বাতাসে পাঠাও) 

                                              (কিছু কথা বাতাসে পাঠাও)

 কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

 আরিফিন রুমি

Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) by Arfin Rumey (New Lyrics 2015)

- Copyright © Bangla Lyrics -বাংলা গানের লিরিক্স - Blogger Templates - Powered by Blogger - Designed by Johanes Djogan -