বৃষ্টি
কথাঃ স্বাগত
সুর ও সংগীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান
আজ বইছে খুশির হাওয়া
মন গাইছে কেন গান,
চোখে লাগছে বৃষ্টির ছোয়া,
আর মেতে উঠে প্রান
আজ হাসছে কেন সময়
সব ভাবছি নতুন করে
পাখিরা লুকিয়ে কোথায়
শুধু বৃষ্টি আকাশ জুড়ে
বৃষ্টি ডাকছে,ডাকছে আমায়
দুষ্টু জল কনা
আমায় ছুয়ে যায়
ঘন মেঘে ছেয়ে গেছে চারদিক আবার
অভিলাষী মাতাল হাওয়া হয়েছে আমার
ঝিরিঝিরি বারি ঝরে মনের আঙিনায়
ভিজবে আমার মন এই ঘন বরষায়
(বৃষ্টি) Brishti [Album:Neelar Gaan] by Neela bangla lyrics





একটি মন্তব্য পোস্ট করুন