আরও একটু দূরে
কথা : মিনার
সুর ও কন্ঠ : তাহসান ও মিনার
সঙ্গীতায়োজন : তাহসান
কথা : মিনার
সুর ও কন্ঠ : তাহসান ও মিনার
সঙ্গীতায়োজন : তাহসান
অ্যালবাম : আড়ি [ঈদ অ্যালবাম]
তাহসান ও মিনার
আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই
কোন কান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই
ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরা গানটা গাইবেই
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই
জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই
বোহেমিয়ান এক বিকেলে
আর ভূলেন অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই
ঘাসফরিং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহারা বাতাস ডাকবেই
আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই
কোন কান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই
ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরা গানটা গাইবেই
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই
জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই
বোহেমিয়ান এক বিকেলে
আর ভূলেন অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই
ঘাসফরিং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহারা বাতাস ডাকবেই
END
VIDEO TAG=
top bengali song lyrics
a to z bengali song lyrics
bangla folk song lyrics
kolkata bangla song lyrics
anupam roy songs lyrics in bengali
bangla song lyrics imran
old bengali film songs lyrics
bangla song lyrics tahsan
অন্যান্য ,
শিরোনামহীন ,
বাংলা লিরিক ,
আরিফিন রুমি ,
Neela (নীলা) ,
Sotto ,
Warfaze ,
অর্থহীন ,
এল আর বি ,
দেশাত্মবোধক ,
বাপ্পা মজুমদার ,
রবীন্দ্র সংগীত ,
পহেলা বৈশাখের গান সমগ্র ,
বৈশাখ ,
শূন্য ,
জেমস ,
তাওসিফ ,
মান্না দে ,
হাবিব ,
আর্টসেল ,
তপু ,
তাহসান ,
নজরুল গীতি ,
পড়শী ,
মিনার,
হৃদয় খান ,
SHOTTO (সত্য) ,
অর্ণব ,
আইয়ুব বাচ্চু্ ,
আনিলা ,
উইনিং ,
ন্যান্সি ,
মাইলস ,
সুমন ,
Eid Album 2012 ,
Lata Mangeshkar ,
অনুপম রায় ,
আবিদ শাহরিয়ার (Abid) ,
ইবরার টিপু ,
এস আই টুটুল ,
কনা ,
টুটুল ,
নচিকেতা ,
পার্থ বড়ুয়া ,
ফকির লালন শাহ ,
ব্ল্যাক ,
মিলন মাহমুদ ,
শাহ আব্দুল করিম ,
সনু নিগম ,
Agoon ,
Alif (আলিফ) ,
Andrew Kishore ,
Arafat Mohsin (আরাফাত মহসিন) ,
Arijit Singh ,
Aushruto ,
BPL ,
Bapi Lahiri ,
Bay Of Bengal ,
Carbonized ,
Imran (ইমরান) ,
Konok Chapa ,
LRB ,
Lalon Geeti ,
Liza (লিজা) ,
Miftah Zaman ,
Monali Thakur ,
Obscure ,
Poppy (পপি) ,
Raihan Sharif (রায়হান শরীফ) ,
Rupam Islam ,
Shah Abdul Karim ,
Shakila Saki (সাকিলা সাকি) ,
Shawon ,
Shohortoli Band ,
Shunno (শূন্য) ,
Srikanto Acharya ,
Studio58 ,
অঞ্জন দত্ত ,
অবসকিউর ,
আজম খান ,
আমাদের গল্প (Amader Golpo) ,
ঈদ অ্যালবাম ২০১২ ,
এল.আর.বি ,
ওল্ড স্কুল ,
কাজী শুভ ,
চন্দ্রবিন্দু ,
জুয়েল ,
জুয়েল মোর্শেদ ,
দলছুট,
নীরব ,
নীলা (Neela) ,
নেমেসিস (Nemesis) ,
পেপার রাইম ,
প্রদীপ কুমার,
ফজলুর রহমান বাবু,
বাংলাদেশের জাতীয় সংগীত ,
মাহমুদুন নবী ,
মৌসুমী ভৌমিক ,
রেনেসাঁ ,
শহীদ ,
শাওন ,
শান্ত ,
শাহ্নাজ রহমতউল্লাহ্ ,
সঞ্জীব চৌধুরী ,
সাবিনা ইয়াসমীন ,
সামিনা চৌধুরী ,
সুবীর নন্দী ,
সোলস ,
স্টীলার ,
হাদি (Hadi) ,
একটি মন্তব্য পোস্ট করুন